মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২১৮
আখলাক অধ্যায়
নিয়্যত থাকা সত্ত্বেও ওয়াদা পূরণে ব্যর্থ হলে গুনাহ নেই
২১৮. হযরত যায়দ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ বলেছেন: যদি কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে ওয়াদা করে এবং তা পূরণ করার নিয়্যত করে; কিন্তু (কোন কারণবশত) যদি না আসতে পারে, তাহলে তার গুনাহ হবে না। (আবূ দাউদ ও তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : « إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ ، وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ فَلَمْ يَفِ وَلَمْ يَجِئْ لِلْمِيعَادِ فَلَا إِثْمَ عَلَيْهِ » (رواه ابو داؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
ওয়াদা পূরণ করার নিয়্যত থাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি ওয়াদা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহ তার অক্ষমতা মাফ করে দিবেন এবং তার আমলনামায় কোন গুনাহ লিখা হবে না। যদি ওয়াদাকারী ওয়াদা পূরণের নিয়্যত না করে এবং তা পূরণ করার চেষ্টাও না করে, তাহলে সে গুনাহগার হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)