মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২০৯
আখলাক অধ্যায়
যা শোনা হয় তা বলা মিথ্যা বলার জন্য যথেষ্ট
২০৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কোন মানুষের মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বলে। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

অনুসন্ধান ব্যতীত শোনা কথা অন্যের কাছে বলা বিপজ্জনক। মিথ্যা, গীবত, অপবাদ বা শত্রুর উদ্দেশ্য প্রণোদিত প্রচার-প্রোপাগান্ডা শোনা কথার অন্তর্ভুক্ত হলে তা কোনভাবেই অন্যের কাছে বলা যাবে না। যে এ ধরনের কথাবার্তা অন্যের কাছে পৌঁছায়, সে মিথ্যাবাদী, গীবতকারী এবং অপবাদকারীর সমপর্যায়ভুক্ত। কারণ মিথ্যার প্রচার মিথ্যা, গীবতের প্রচার গীবত এবং অপবাদের প্রচার অপবাদ ছাড়া কিছু নয়। সত্য-মিথ্যা যাচাই না করে শোনা কথা অন্যের কাছে পৌছান মিথ্যার অন্তর্ভুক্ত এবং গুনাহের কাজ। অবশ্য শিক্ষামূলক, আদর্শমূলক বা উৎকৃষ্ট শোনা কথা অপরের কাছে বলা পাপ নয় এবং কোন কোন ক্ষেত্রে সওয়াবও বটে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান