মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২০৬
আখলাক অধ্যায়
তিন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না
২০৬. হযরত আবূ যর গিফারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ﷺ বলেছেন: তিন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পাক-সাফ করবেন না এবং তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আবু যর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! এসব ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা? তিনি বললেন: তহবন্দ ঝুলিয়ে পরিধানকারী, দান করে প্রচারক এবং মিথ্যা হলফ সহকারে পণ্য বিক্রেতা। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي ذَرٍّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ » قَالَ ابوذر : خَابُوا وَخَسِرُوا ، مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ : « الْمُسْبِلُ ، وَالْمَنَّانُ ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
'সাবালা' অর্থ কোন কিছু ঝুলান যথা: পর্দা, কাপড়, পোশাক ইত্যাদি। তহবন্দ ঝুলানোর ক্ষেত্রে নবী করীম ﷺ অপর হাদীসে 'ইসবালুল ইযার' শব্দদ্বয় ব্যবহার করেছেন। তাই মুসবিল শব্দের অর্থ হল, যে ব্যক্তি তহবন্দ, ইযার প্রভৃতি ঝুলিয়ে পরিধান করে। দীনি পরিভাষায় মুসবিলের অর্থ হল, যে ব্যক্তি অহঙ্কারের সাথে শরীরের নিম্ন অংশের পরিচ্ছদ পায়ের পাতা পর্যন্ত ঝুলিয়ে পরিধান করে। স্ত্রীলোকের পরিচ্ছদ তার মধ্যে শামিল নয়। অবশ্য যে ব্যক্তি শারীরিক গঠন বা অন্য যে কোন শরঈ ওযরের কারণে কাপড় ঝুলিয়ে পরিধান করে এবং তার দ্বারা শান-শওকত প্রকাশ করে না, তার বেলায় এই শাস্তি প্রযোজ্য নয়।
আরবী অভিধানে লম্বা গোঁফওয়ালা ব্যক্তিকেও 'মুসবিল' বলা হয়। (দ্রষ্টব্য আল-মুনজিদ)।
'অন্য রিওয়ায়াতে, গোঁফ কাটার কথা বলা হয়েছে। লম্বা গোঁফ ইসলামী রীতি-নীতির পরিপন্থি। উল্লেখ্য, বুখারী শরীফের এক রিওয়ায়াতে বলা হয়েছে, যে তার নিজের পরিহিত বস্তুকে অহঙ্কারের সাথে নিচে ছেড়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না।
যে ব্যক্তি দয়া-দাক্ষিণ্য ও সাহায্য-সহযোগিতা করে মানুষের কাছে প্রচার করে বেড়ায় বা খোঁটা দেয়, তাকে 'মান্নান' বলা হয়। আল্লাহ এ ধরনের প্রচারকারী দাতাকে খুব অপসন্দ করেন। বান্দা তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা না করলে বেহেশতে যেতে পারবে না। মিথ্যা হলফ করে পণ্য বিক্রেতা ভাল মূল্যে খারাপ পণ্য বিক্রি করে। বিক্রেতা হলফের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয় এবং তাদের হক বিনষ্ট করে। এরূপ জঘন্য বিশ্বাসঘাতকতার জন্য কিয়ামতের দিন অসাধু ব্যবসায়ী কঠিন সমস্যার সম্মুখীন হবে। আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে নজর দিবেন না এবং তাকে পাক-সাফ করবেন না। সে ব্যক্তির প্রতি আল্লাহ এত বেশি নারায হবেন যে, তিনি তার সাথে কথা বলবেন না, তার দিকে একবার নজর দিবেন না এবং তাকে আবর্জনামুক্ত করবেন না, সে অবশ্যই দোযখের ইন্ধন হবে। যেরূপ ব্যবসা-বাণিজ্যে সততা অবলম্বনের মধ্যে মহান প্রতিদান-আম্বিয়া, শুহাদা-সিদ্দীকীনের মর্যাদা রয়েছে, সেরূপ মিথ্যা প্রবঞ্চণামূলক তিজারতের জন্য আল্লাহর ভয়ানক ক্রোধ ও কঠিন আযাব রয়েছে। আল্লাহ আমাদেরকে তিজারতের অসততা থেকে রক্ষা করুন। আমীন। সুম্মা আমীন।
আরবী অভিধানে লম্বা গোঁফওয়ালা ব্যক্তিকেও 'মুসবিল' বলা হয়। (দ্রষ্টব্য আল-মুনজিদ)।
'অন্য রিওয়ায়াতে, গোঁফ কাটার কথা বলা হয়েছে। লম্বা গোঁফ ইসলামী রীতি-নীতির পরিপন্থি। উল্লেখ্য, বুখারী শরীফের এক রিওয়ায়াতে বলা হয়েছে, যে তার নিজের পরিহিত বস্তুকে অহঙ্কারের সাথে নিচে ছেড়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না।
যে ব্যক্তি দয়া-দাক্ষিণ্য ও সাহায্য-সহযোগিতা করে মানুষের কাছে প্রচার করে বেড়ায় বা খোঁটা দেয়, তাকে 'মান্নান' বলা হয়। আল্লাহ এ ধরনের প্রচারকারী দাতাকে খুব অপসন্দ করেন। বান্দা তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা না করলে বেহেশতে যেতে পারবে না। মিথ্যা হলফ করে পণ্য বিক্রেতা ভাল মূল্যে খারাপ পণ্য বিক্রি করে। বিক্রেতা হলফের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয় এবং তাদের হক বিনষ্ট করে। এরূপ জঘন্য বিশ্বাসঘাতকতার জন্য কিয়ামতের দিন অসাধু ব্যবসায়ী কঠিন সমস্যার সম্মুখীন হবে। আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে নজর দিবেন না এবং তাকে পাক-সাফ করবেন না। সে ব্যক্তির প্রতি আল্লাহ এত বেশি নারায হবেন যে, তিনি তার সাথে কথা বলবেন না, তার দিকে একবার নজর দিবেন না এবং তাকে আবর্জনামুক্ত করবেন না, সে অবশ্যই দোযখের ইন্ধন হবে। যেরূপ ব্যবসা-বাণিজ্যে সততা অবলম্বনের মধ্যে মহান প্রতিদান-আম্বিয়া, শুহাদা-সিদ্দীকীনের মর্যাদা রয়েছে, সেরূপ মিথ্যা প্রবঞ্চণামূলক তিজারতের জন্য আল্লাহর ভয়ানক ক্রোধ ও কঠিন আযাব রয়েছে। আল্লাহ আমাদেরকে তিজারতের অসততা থেকে রক্ষা করুন। আমীন। সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)