মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৭৯
আখলাক অধ্যায়
সবচেয়ে মারাত্মক ভয়ের বস্তু
১৭৯. হযরত সুফিয়ান ইবন আবদুল্লাহ সাকাফী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল ﷺ! আমার ব্যাপারে আপনি যা ভয় করেন তাতে সবচেয়ে মারাত্মক কোনটি? সুফিয়ান (রা) বলেন, নবী ﷺ তাঁর নিজের জিহ্বা ধরলেন এবং বললেন: 'এটা'। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللهِ الثَّقَفِيِّ ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ ، فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ ، ثُمَّ قَالَ : هَذَا . (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
সৎকর্মশীল মু'মিন বান্দা জ্ঞাতসারে কোন পাপকাজে নিজেকে লিপ্ত করেন না। আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা থেকে আপ্রাণ নিজেকে রক্ষা করেন। আল্লাহর নেক বান্দাদের কাছে শয়তান বারবার পরাস্ত হয় কিন্তু পরাস্ত হওয়ার পরও শয়তান আল্লাহর নেক বান্দাকে বিপথগামী করার জন্য চেষ্টা করতে থাকে। জিহবার অসতর্ক ব্যবহারের মধ্যে শয়তানের সাফল্য এবং বান্দার পরাজয় রয়েছে। অসাবধান ও অসতর্ক কথাবার্তার দ্বারা যে অনেক মারাত্মক গুনাহ হয়, তা অনেকে খেয়ালও করতে পারে না। তাই নবী করীম ﷺ জিহ্বাকে অন্যায় এবং অসঙ্গত কথাবার্তা থেকে হিফাযত করার জন্য বারবার উপদেশ দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)