মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৭৭
আখলাক অধ্যায়
ভোরবেলা জিহ্বার প্রতি শরীরের আবেদন
১৭৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি নবী ﷺ থেকে বর্ণনা করেন। তিনি ﷺ বলেছেন: আদম সন্তান ভোরবেলা যখন ঘুম থেকে উঠে, তখন শরীরের প্রত্যেক অঙ্গ বিনীতভাবে জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। আমরা তোমার সাথে রয়েছি। তুমি দৃঢ় থাকলে আমরাও দৃঢ়পদ থাকব এবং তুমি বিপথে পরিচালিত হলে আমরাও বিপথে পরিচালিত হব। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ ، رَفَعَهُ قَالَ : إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ : اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّا نَحْنُ بِكَ ، فَإِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنْ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا . (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

জিহ্বার মন্দ আচরণের ফলে শরীরের অপর অংশসমূহ বিপদের সম্মুখীন হয়। তাই তারা প্রত্যেক দিন ভোরবেলা জিহ্বাকে সংযত থাকার জন্য অনুরোধ করে। জিহ্বা আল্লাহকে ভয় করে বক্র রাস্তা অবলম্বন না করলে শরীরের অপরাপর অংশ বিপদমুক্ত থাকবে। আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ কিভাবে পরস্পর কথা বলে তা একমাত্র আল্লাহই জানেন। যেরূপ আমাদের শরীরের এক অংশ অপর অংশের সুখ-দুঃখে অংশগ্রহণ করে, সেরূপ এক অঙ্গ অপর অঙ্গের সাথে নিজেদের ভাবের বিনিময় করতেও সক্ষম। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে জিহ্বাকে আল্লাহর গুণগানে ব্যবহার করা উচিত। যাতে শয়তান জিহ্বাকে মন্দকাজে ব্যবহার করতে না পারে তার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করা উচিত। বারবার জিহ্বাকে আল্লাহর যিকর এবং আল্লাহর বান্দাদেরকে দীন শিক্ষা দেয়ার কাজে ব্যবহার করলে আশা করা যায় জিহ্বা সংযত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান