মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৭৫
আখলাক অধ্যায়
উত্তম কথাবার্তা এক প্রকার সদকা
১৭৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী করীম ﷺ থেকে বর্ণনা করেন, তিনি ﷺ বলেছেন: উত্তম কথাবার্তা এক প্রকার সদকা। (বুখারী)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « الكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ . (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

নরম ও মিষ্ট কথাবার্তা সদকা হওয়ার অর্থ হল তার দ্বারা সওয়াব হাসিল করা যায়। বিনম্র ব্যবহার ও মিষ্ট কথাবার্তা আল্লাহ তা'আলা পসন্দ করেন এবং মিষ্টভাষী ও বিনম্র ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইযযত প্রচুর সওয়াব দান করেন। সুমিষ্ট সম্ভাষণ এবং বিনম্র ব্যবহারের দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতের অজস্র কল্যাণ হাসিল করতে পারে। আর তাই আলোচ্য হাদীসে এই দুটো গুণকে সদকা বা দান বলে উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান