মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৩৭
আখলাক অধ্যায়
আল্লাহর জন্য মহব্বতকারী মহান আল্লাহর সম্মানকারী
১৩৭. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: যে বান্দা আল্লাহর জন্য অপর বান্দাকে মহব্বত করে, সে ইযযত ও জালালের অধিকারী তার রব্বের সম্মান করে থাকে। (মুসনাদে আহমদ)
کتاب الاخلاق
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا أَحَبَّ عَبْدٌ عَبْدًا لِلَّهِ إِلَّا أَكْرَمَ رَبَّهُ عَزَّ وَجَلَّ " (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ রাববুল আলামীন তাঁর বান্দাদেরকে খুব মহব্বত করেন। তাই যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাঁর বান্দাকে ভালবাসে, তাঁর বান্দার অভাব-অভিযোগ দূর করে এবং বিপদকালে তাকে সাহায্য করে, সে বস্তুত আল্লাহ সুবহানাহুকে সম্মান করে। বান্দার খিদমত করা আল্লাহর নিকট এক গ্রহণযোগ্য আমল। আল্লাহ তা'আলা এ ধরনের আমলকারীকে কোন কোন ক্ষেত্রে রাত্রি জাগরণকারী এবং অনবরত রোযা পালনকারী বান্দার সমপরিমাণ মর্যাদা দান করেন। মহব্বত করার অর্থ শুধু অন্তরের মধ্যে ভালবাসা পোষণ করা বা মুখের দ্বারা তা প্রকাশ করা নয়, বরং বাস্তব জীবনে আল্লাহর বান্দাদের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য এরূপ বাস্তব পদক্ষেপ গ্রহণ করা উচিত যেরূপ পদক্ষেপ নিজের সমস্যা সমাধান করার জন্য
গ্রহণ করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান