মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১১৯
আখলাক অধ্যায়
যে খরচ করে, আল্লাহ তার জন্য খরচ করেন।
১১৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন : আল্লাহ তা'আলা বলেন, খরচ কর, আল্লাহ তোমার জন্য খরচ করবেন। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " قَالَ اللَّهُ تَعَالَى : أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ . (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার তামাম সম্পদের মালিক আল্লাহ। তিনি মানুষকে বিভিন্ন পরিমাণে সম্পদ দান করেছেন। কিন্তু তিনি চান ধনী ব্যক্তি তার ধন-দৌলত ইয়াতীম, গরীব, মিসকীনদের জন্য ব্যয় করুক। যে ব্যক্তি তার দৌলতকে দুঃস্থ মানবতার সাহায্যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সে দুনিয়া ও আখিরাতে তার ব্যয়িত সম্পদের প্রতিদান লাভ করবে। আল্লাহ দুনিয়ার যিন্দেগীতে দাতা ব্যক্তিকে আরো ধন-দৌলত দান করবেন। সে কখনো অভাব অনুভব করবে না, নিজের প্রয়োজনের জন্য অন্যের মুখাপেক্ষী হবে না। আখিরাতের যিন্দেগীতে আল্লাহ দাতাকে বহুগুণ প্রতিদান দিবেন এবং সে তার সাফল্যের জন্যে খুশি ও গর্বিত হবে। আফসোস! কৃপণ ব্যক্তি যদি তা উপলব্ধি করত!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান