মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১১৫
আখলাক অধ্যায়
বিড়াল বেঁধে রাখায় এক মহিলার শাস্তি
১১৫. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: এক মহিলা এজন্য জাহান্নামে গেছে যে, সে একটা মাদী বিড়ালকে বেঁধে রেখেছিল। সে নিজে তাকে খাবার দেয়নি এবং যমীনের পোকা-মাকড় খাওয়ার জন্যও তাকে ছেড়ে দেয়নি। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنِ عَبْدِ اللهِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، : « دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا ، فَلَمْ تُطْعِمْهَا ، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারা কখনো জীব-জন্তর প্রতি কঠোর ও নির্মম ব্যবহার করতে পারে না। যাদের আল্লাহর ভয় নেই, তারাই আল্লাহর সৃষ্টজীবের প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারে। তাই দুনিয়ার যিন্দেগীতে যারা আল্লাহকে ভয় করে না এবং তাঁর সৃষ্টজীবের প্রতি নির্মম আচরণ করে কিংবা তাদেরকে মেরে ফেলে, তারা কিয়ামতের দিন দয়ালু আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান