মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১১৪
আখলাক অধ্যায়
কোন প্রাণীকে আগুনের শাস্তি দেয়া যাবে না
১১৪. হযরত আবদুর রহমান ইবন আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। বর্ণনাকারী বলেন, আমরা এক সফরে আল্লাহর রাসুলের সাথে ছিলাম। তিনি প্রাকৃতিক প্রয়োজন পুরণ করতে গেলে আমরা দুটো বাচ্চাসহ একটা লাল পাখি দেখলাম। আমরা তার বাচ্চা দুটো ধরে ফেললাম। পাখিটি আসল এবং (আমাদের মাথার উপর) উড়তে লাগল। অতঃপর নবী ﷺ এসে বললেন: তার বাচ্চা ছিনিয়ে নিয়ে কে তাকে কষ্ট দিয়েছে? তার বাচ্চাকে তার কাছে ফিরিয়ে দাও।
তিনি আরো দেখলেন, পিঁপড়ার বাসস্থান যা আমরা জ্বালিয়ে দিয়েছি। তিনি বললেনঃ কে এটা জ্বালিয়ে দিয়েছে? বললাম, আমরা। তিনি বললেন: আগুনের মালিক ছাড়া আগুন দ্বারা কোন প্রাণীকে শাস্তি দান করা কারো উচিত নয়। (আবু দাউদ)
তিনি আরো দেখলেন, পিঁপড়ার বাসস্থান যা আমরা জ্বালিয়ে দিয়েছি। তিনি বললেনঃ কে এটা জ্বালিয়ে দিয়েছে? বললাম, আমরা। তিনি বললেন: আগুনের মালিক ছাড়া আগুন দ্বারা কোন প্রাণীকে শাস্তি দান করা কারো উচিত নয়। (আবু দাউদ)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ ، فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا ، فَجَاءَتِ الْحُمَّرَةُ فَجَعَلَتْ تَفْرِشُ ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : « مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا » . وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ : « مَنْ حَرَّقَ هَذِهِ؟ » قُلْنَا : نَحْنُ . قَالَ : « إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلَّا رَبُّ النَّارِ » (رواه ابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ মানুষকে জন্তু-জানোয়ার এবং পশুপাখির উপর পূর্ণ কর্তৃত্ব দান করেছেন। মানুষ প্রয়োজন-মোতাবিক পশুপাখিকে কাজে লাগাতে পারে। কিন্তু এ ব্যাপারেও খুব সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহর নবী ﷺ হিদায়াত করেছেন। যেসব জন্তুকে যবেহ করে খাওয়া বৈধ, সেগুলো আগুনের মধ্যে বা ফুটন্ত পানি অথবা তেলের মধ্যে নিক্ষেপ করা খুবই অন্যায় এবং গুনাহর কাজ। কোন ইতর প্রাণীর বাচ্চাকে তার মায়ের কাছে থেকে বিচ্ছিন্ন করে তার মায়ের মনে কষ্ট দেয়া অনুচিত এবং রাসুলের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থি। মানুষের প্রয়োজন পূরণ করার জন্য যখন বেশুমার পূর্ণবয়স্ক পশুপাখি রয়েছে, তখন কেন পশুপাখির বাচ্চা বধ করা হবে। অবশ্য প্রয়োজনবশত তা ব্যবহার করা যাবে। তবে বিনা প্রয়োজনে শুধু শখ মিটানোর জন্য পশুপাখির বাচ্চাকে মা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যে সব পশুপাখি বা প্রাণী খাওয়া
বৈধ নয়, সেগুলোকে অহেতুক বিরক্ত করা অনুচিত এবং আগুন দ্বারা তাদেরকে মারা অন্যায়। বিষধর এবং হিংস্র প্রাণী ছাড়া প্রত্যেক ইতর প্রাণীর দুনিয়ার বুকে জীবন ধারণ করার অধিকার বৈধ এবং স্বীকৃত।
বৈধ নয়, সেগুলোকে অহেতুক বিরক্ত করা অনুচিত এবং আগুন দ্বারা তাদেরকে মারা অন্যায়। বিষধর এবং হিংস্র প্রাণী ছাড়া প্রত্যেক ইতর প্রাণীর দুনিয়ার বুকে জীবন ধারণ করার অধিকার বৈধ এবং স্বীকৃত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)