মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১১০
আখলাক অধ্যায়
মানুষের প্রতি রহমকারীকে আল্লাহ রহম করেন
১১০: হযরত জারীর ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: যে ব্যক্তি মানুষের প্রতি সদয় নয়, আল্লাহও তার প্রতি সদয় নন। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে সদয় হওয়ার ব্যাপারে মুসলিম ও অমুসলিমের মধ্যে কোনরূপ পার্থক্য করা হয়নি। মানুষ হিসেবে অপর যে কোন মানুষের প্রতি দয়া করা বিশ্বাসী ব্যক্তিদের কর্তব্য। বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য আল্লাহর রাসুল ﷺ ঈমানের শর্ত আরোপ করেননি। এক ব্যক্তি নবী করীম ﷺ-এর দরবারে হাযির হয়ে তার গোত্রের লোকজনের আর্থিক অভাব-অনটন দূর করার জন্য অনুরোধ করল। আল্লাহর রাসূল ﷺ এক পাল ছাগল তাকে ও তার গোত্রের লোকজনকে দান করলেন। আল্লাহর রাসূলের মহানুভবতার ফলে গোত্রের সকলে ইসলাম কবুল করল। মক্কা থেকে বিতাড়িত অবস্থায়ও আল্লাহর রাসূল ﷺ মক্কার অভাবগ্রস্ত ও দুর্ভিক্ষ পীড়িত গরীবদের মধ্যে বিতরণ করার জন্য আবু সুফিয়ানের নিকট পাঁচশত স্বর্ণমুদ্রা পাঠিয়েছিলেন।
মানুষের প্রতি দয়া প্রদর্শন করার ব্যাপারে বিশ্বাসীদের মনে আল্লাহ তা'আলার দয়া ও করমের প্রতি খেয়াল রাখতে হবে। মানুষ প্রতি পদক্ষেপে এবং প্রত্যেক মুহূর্তে আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। আল্লাহর দয়া ও রহমত ছাড়া এক মুহূর্তও দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব নয়। তাই আল্লাহর দুর্দশাগ্রস্ত বান্দাদেরকে সাহায্য করে নিজেকে আল্লাহর রহমত লাভের যোগ্য করতে হবে।
দয়া প্রদর্শনকারী মু'মিন বা বিশ্বাসী ব্যক্তিকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে দয়া করবেন। অশ্বিবাসীদের মধ্যে কোন ব্যক্তি দয়ালু হলে আল্লাহ তাকে তার ভাল কর্মের প্রতিদান দুনিয়াতে দিবেন। ঈমান বা বিশ্বাস না থাকার কারণে সে আখিরাতে কোন প্রতিদান পাবে না।
দুর্দশাগ্রস্ত মুসলমানদের যেরূপ সাহায্য করা এবং তাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য চেষ্টা করা উচিত, সেরূপ তাদেরকে আখিরাতের আযাব থেকে রক্ষা করার জন্যও চেষ্টা করা উচিত। তারা যত অপসন্দ করুক না কেন, বিভিন্নভাবে তাদের কাছে আল্লাহর পয়গাম পৌছাতে হবে এবং এটা হবে তাদের প্রতি শ্রেষ্ঠ দয়া প্রদর্শন।
মানুষের প্রতি দয়া প্রদর্শন করার ব্যাপারে বিশ্বাসীদের মনে আল্লাহ তা'আলার দয়া ও করমের প্রতি খেয়াল রাখতে হবে। মানুষ প্রতি পদক্ষেপে এবং প্রত্যেক মুহূর্তে আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। আল্লাহর দয়া ও রহমত ছাড়া এক মুহূর্তও দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব নয়। তাই আল্লাহর দুর্দশাগ্রস্ত বান্দাদেরকে সাহায্য করে নিজেকে আল্লাহর রহমত লাভের যোগ্য করতে হবে।
দয়া প্রদর্শনকারী মু'মিন বা বিশ্বাসী ব্যক্তিকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে দয়া করবেন। অশ্বিবাসীদের মধ্যে কোন ব্যক্তি দয়ালু হলে আল্লাহ তাকে তার ভাল কর্মের প্রতিদান দুনিয়াতে দিবেন। ঈমান বা বিশ্বাস না থাকার কারণে সে আখিরাতে কোন প্রতিদান পাবে না।
দুর্দশাগ্রস্ত মুসলমানদের যেরূপ সাহায্য করা এবং তাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য চেষ্টা করা উচিত, সেরূপ তাদেরকে আখিরাতের আযাব থেকে রক্ষা করার জন্যও চেষ্টা করা উচিত। তারা যত অপসন্দ করুক না কেন, বিভিন্নভাবে তাদের কাছে আল্লাহর পয়গাম পৌছাতে হবে এবং এটা হবে তাদের প্রতি শ্রেষ্ঠ দয়া প্রদর্শন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)