মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১০২
আখলাক অধ্যায়
উত্তম আখলাকের অধিকারী কামিল ঈমানদার
১০২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেনঃ ঈমানদারদের মধ্যে সবচেয়ে কামিল ঈমানদার হলো যারা উত্তম আখলাকের অধিকারী। (আবু দাউদ ও দারেমী)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا » (رواه ابو داؤد والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

বান্দা যখন আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, তখন সে তার বিশ্বাসের শক্তিতে বলীয়ান হয়ে আমল ও আখলাক দুরস্ত করে। আমল ও আখলাক সুন্দর ও সুসজ্জিত করার সাধনা খুবই কঠিন এবং এই কঠিন কাজে যে যতুটুকু অগ্রসর, তার ঈমান ততটুকু মযবুত ও কামিল। ঈমানদার ব্যক্তির উত্তম আখলাকের বর্ম ছাড়া শয়তান ও তার বাহিনীর অবিরাম আক্রমণ ও উস্কানি থেকে নিজেকে হিফাযত করা খুবই কঠিন। আখিরাতের হিসাব গৃহে অবশ্যই আল্লাহকে যাবতীয় কাজের হিসাব দিতে হবে এবং সকল অবস্থায় তাকে সন্তুষ্ট করতে হবে। তাই মুমিন ব্যক্তির প্রত্যেক পদক্ষেপ ধীরস্থির ও সুন্দর হয়। আল্লাহর বান্দাদের নফসের তাযকিয়া বা তালিম ও তারবিয়াতের মাধ্যমে তাদের আখলাক সুন্দর করার জন্য আল্লাহ তা'আলা তাঁর নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ঈমান ও আখলাক এক সুতার দুটি প্রান্ত। যার ঈমান কামিল হবে, তাঁর আখলাকও ভাল হবে। যাঁর আখলাক যত ভাল হবে, তিনি তত কামিল ঈমানের অধিকারী হবেন। এই দিকের প্রতি ইঙ্গিত করেই আলোচ্য হাদীসে নবী করীম ﷺ বলেছেন: "ঈমানদারদের মধ্যে সবচেয়ে কামিল ঈমানদার হলো যারা উত্তম আখলাকের অধিকারী”
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান