মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৯১
রিকাক অধ্যায়
সৎকর্মের জন্যে ইনতেজার করা অনুচিত
৯১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী ﷺ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি (সৎকর্ম করার জন্য) ইনতেজার করে, সে বস্তুত প্রাচুর্য যা মানুষকে সীমা লংঘনকারী করে, অথবা দারিদ্র্য যা সব কিছু ভুলিয়ে দেয় বা অসুস্থতা যা এক ধ্বংসকারী কিংবা বার্ধক্য যা চিন্তা-বিবেচনা লোপ করে অথবা মৃত্যু যা আকস্মিকভাবে শেষ স্পর্শ দান করে বা দাজ্জাল যা প্রতিশ্রুত এক গায়েবী অমঙ্গল এবং কিয়ামত যা এক আদিষ্ট মারাত্মক মুসীবত-তার অপেক্ষা করে। (তিরমিযী ও নাসাঈ)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَا يَنْتَظِرُ أَحَدُكُمْ إِلَّا غِنًى مُطْغِيًا ، أَوْ فَقْرًا مَنْسِيًا ، أَوْ مَرَضًا مُفْسِدًا ، أَوْ هَرَمًا مُفَنِّدًا ، أَوْ مَوْتًا مُجْهِزًا ، أَوِ الدَّجَّالَ ، وَالدَّجَّالُ شَرُّ غَائِبٍ يُنْتَظَرُ ، أَوِ السَّاعَةُ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ " (رواه الترمذى والنسائى)
হাদীসের ব্যাখ্যা:
স্বাস্থ্য, অবসর ও যিন্দেগীর নিয়ামতকে আল্লাহর সন্তষ্টি হাসিল করার জন্য যারা ব্যবহার করে না, তারা খুবই অনুচিত কাজ করে। যারা সময়ের সদ্ব্যবহার করে না, তারা মূলত বিপদ ও দুর্দিনের অপেক্ষা করে। বালা-মুসীবত যখন তামাম অমঙ্গলসহ মানুষকে হামলা করে, তখন মানুষ সৎকর্ম করে নিজের মর্যাদা বৃদ্ধি করার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই অবসর ব্যস্ততায় রূপান্তরিত হয় বা প্রাচুর্য দারিদ্র্যে পরিবর্তিত, স্বাস্থ্য অসুস্থতায় পরিবর্তন বা যৌবন বার্ধক্যে উপনীত বা জীবনের উদ্দাম স্রোত মৃত্যুর হাতে স্তব্ধ হওয়ার পূর্বে যাবতীয় নেক কাজে নিজের শ্রম ও সম্পদ ব্যয় করা উচিত। কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করা হবে। মানুষের দুনিয়ার প্রত্যেক আমল আখিরাতের পাল্লায় ওযন করা হবে। নেকীর পাল্লা হালকা হলে তা পূরণ করার জন্য কোন জিনিস বান্দা তার হাতের কাছে খুঁজে পাবে না। কারণ আখিরাত দারুল আমল নয়। সেখানে আমল করার কোন সুযোগ মানুষকে দেয়া হবে না। আখিরাত হিসাবের গৃহ। সেখানে শুধু হিসাব গ্রহণ করা হবে। দুনিয়া দারুল আমল, আমলের গৃহ। মৃত্যু আমাদের দারুল আমল থেকে দারুল হিসাবে ঠেলে দেয়ার পূর্বে সৎকর্মের দ্বারা আমলনামা পরিপূর্ণ করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)