মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৮৯
রিকাক অধ্যায়
সফলকাম ব্যক্তি: যার হৃদয়কে আল্লাহ ইসলামের জন্য খালেস করেছেন
৮৯. হযরত আবু যর গিফারী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: সে সফল হয়েছে যার কলবকে আল্লাহ ইসলামের জন্য খালেস করেছেন, যার কলবকে সহীহ সালেম, যার জিহ্বাকে সত্য, নফসকে তৃপ্ত ও সন্তুষ্ট, যার আখলাককে সুদৃঢ়, যার কানকে শ্রবণকারী এবং চোখকে দর্শনকারী করেছেন। যা দিলের মধ্যে সোপর্দ করা হয় তা কান বহন করে এবং চোখ স্থায়িত্ব দান করে। অবশ্যই সে কামিয়াব, যে তার দিলকে সতর্ক ও সদা জাগ্রত রাখে। (মুসনাদে আহমদ ও বায়হাকীঃ শুয়াবুল ঈমান)
کتاب الرقاق
عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " قَدْ أَفْلَحَ مَنْ أَخْلَصَ اللهُ قَلْبَهُ لِلْإِيمَانِ ، وَجَعَلَ قَلْبَهُ سَلِيمًا ، وَلِسَانَهُ صَادِقًا ، وَنَفْسَهُ مُطْمَئِنَّةً ، وَخَلِيقَتَهُ مُسْتَقِيمَةً ، وَجَعَلَ أُذُنَهُ مُسْتَمِعَةً ، وَعَيْنَهُ نَاظِرَةً فَأَمَّا الْأُذُنُ فَقِمْعٌ ، وَأَمَّا الْعَيْنُ فَمُقِرَّةٌ لِمَا يُوعِي الْقَلْبُ ، وَقَدْ أَفْلَحَ مَنْ جَعَلَ اللهُ قَلْبَهُ وَاعِيًا " (رواه احمد البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

তার উপর আল্লাহর অশেষ মেহেরবানী যার অন্তরকে তিনি ইসলামের জন্য খুলে দিয়েছেন এবং দিলকে মন্দ ওসওয়াসা ও কল্পনা থেকে সহীহ-সালামত রেখেছেন, যার জিহ্বাকে গীবত, অপবাদ, অশ্লীল, অন্যায়-অসত্য এবং বেহুদা কথাবার্তা থেকে হিফাযত করেছেন, যার কানকে ভাল কথা শোনার ও মন্দ কথা না শোনার ক্ষমতা দিয়েছেন এবং যার চোখকে এমন এক দূরদৃষ্টি দিয়েছেন, সে যা দেখে তা তার নিজের এবং সকলের জন্য কল্যাণকর। এটা এক কামিল মু'মিনের জীবন। এ ধরনের যিন্দেগী যিনি লাভ করেছেন তিনি সৌভাগ্যবান। দুনিয়ার কোন শক্তি তাকে হেয় ও পরাজিত করতে পারবে না। আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন তা দুনিয়ার তামাম সম্পদের চেয়ে উত্তম। তাই তিনি মহান ঐশ্বর্যের অধিকারী। বস্তুত এ ধরনের মানুষের কাছে থেকে ধনী-গরীব নির্বিশেষে দুনিয়ার সব মানুষ উপকৃত হয়।

আখিরাতের ময়দানে এ ধরনের মানুষ অপমান ও আযাব থেকে মাহফূয থাকবেন। যারা দুনিয়ার যিন্দেগীতে আল্লাহকে ভয় করে চলেছেন এবং নিজের জিহ্বা, চোখ, কান এবং দিলকে আল্লাহ ও তাঁর রাসুলের হুকুমের পরিপন্থি কোন কাজে ব্যবহার করেননি, তারা আখিরাতের যিন্দেগীতে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করবেন। হিসাব তাদের জন্য সহজ হবে। হিসাবের ঝামেলা তাদের অস্থির ও পেরেশান করবে না। তাই তাদের আখিরাতের যিন্দেগী দুনিয়ার যিন্দেগীর চেয়ে বেশি কামিয়াব হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান