মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৭০
রিকাক অধ্যায়
ছায়ার জন্য অপেক্ষমান মুসাফিরের মত দুনিয়ার সাথে আমার সম্পর্ক
৭০. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ মাদুরের উপর ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠার পর তাঁর শরীরে মাদুরের চিহ্ন ছিল। ইবন মাসউদ বললেনঃ হে আল্লাহর রাসুল। আপনি হুকুম করলে আমরা আপনার জন্য ব্যবস্থা করব এবং (কোন কিছু) তৈরি করব। তিনি বললেন: আমি কেন দুনিয়ার জন্য এরূপ করব? দুনিয়ার সাথে আমার সম্পর্ক এক আরোহী (পথিকের) ন্যায়, যে গাছের নীচে ছায়ার জন্য বসে। অতঃপর তা ত্যাগ করে (মনযিলের দিকে) যাত্রা শুরু করে। (আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ)
کتاب الرقاق
عَنِ ابْنِ مَسْعُوْدٍ اَنَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَامَ عَلَى حَصِيرٍ فَقَامَ وَقَدْ أَثَّرَ فِي جسده فَقَالَ اِبْنِ مَسْعُوْدٍ يَا رَسُولَ اللَّهِ لَوْ اَمَرْتَنَا اَنْ نَبْسُطَ لَكَ وَنَعْمَلَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَا أَنَا وَالدُّنْيَا إِنَّمَا أَنَا وَالدُّنْيَا كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ، ثُمَّ رَاحَ وَتَرَكَهَا » (رواه احمد والترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি সংকীর্ণ। নবী করীম ﷺ দুনিয়ার যিন্দেগীকে গাছের নীচের ছায়ায় পথিক ব্যক্তির বিশ্রাম গ্রহণের সাথে তুলনা করেছেন। পথিক যেমন গাছতলাকে নিজের বাসস্থান মনে না করে তাকে সুসজ্জিত সুশোভিত করার কোন চিন্তা করে না, বরং কোন রকম বিশ্রাম নিতে পারলেই তৃপ্তি লাভ করে এবং সামনের পথের চিন্তা-ভাবনা করতে থাকে, তেমনি একজন মু'মিন দুনিয়াকে নিজের বাসগৃহ মনে করতে পারেন না। কিছুদিনের বাসস্থলকে স্থায়ী আবাসস্থলের মর্যাদাও দিতে পারেন না। মু'মিন ব্যক্তি অস্থায়ী দুনিয়াকে সুসজ্জিত ও সুশোভিত করার জন্য নিজের যোগ্যতা ব্যয় করেন না, বরং আখিরাতের চিরস্থায়ী সুখ হাসিলের জন্য নিজের শ্রম, অর্থ ও যোগ্যতা আল্লাহর রাস্তায় কুরবান করেন। আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম নিজে পালন করেন, অন্যকে তা পালন করতে বলেন। আল্লাহর আহকামের বিরোধিতা বরদাশত করতে পারেন না, আল্লাহর বিরুদ্ধবাদীদেরকে শায়েস্তা করার জন্য নিজের প্রাণ কুরবান করতে দ্বিধাবোধ করেন না। মু'মিন ব্যক্তি জীবনের আসল লক্ষ্যের জন্য দিন-রাত চিন্তা-ভাবনা করেন। দুনিয়ার অস্থায়ী সুখ-শান্তির অভাব তার উপর তেমন কোন প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। নবী করীম ﷺ তাঁর জীবনের উদাহরণকে উম্মতের অনুসরণের জন্য পেশ করেছেন। যিনি যত বেশি মযবুত ঈমানের অধিকারী, তিনি ততবেশি এ উদাহরণ থেকে উপকৃত হবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)