মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৫১
রিকাক অধ্যায়
আদম সন্তানের অপসন্দনীয় দুটো জিনিস মু'মিনের জন্য উত্তম
৫১. হযরত মাহমুদ ইবন লবীদ (রা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেনঃ আদম সন্তান দুটো জিনিস অপসন্দ করে। সে মৃত্যুকে অপসন্দ করে, অথচ মু'মিনের জন্য মৃত্যু ফিতনা থেকে উত্তম। সে সম্পদের স্বল্পতাকে অপসন্দ করে, অথচ সম্পদের স্বল্পতা আখিরাতের হিসাব সংক্ষিপ্ত করবে। (মুসনাদে আহমদ)
کتاب الرقاق
عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " اثْنَتَانِ يَكْرَهُهُمَا ابْنُ آدَمَ : الْمَوْتُ ، وَالْمَوْتُ خَيْرٌ لِلْمُؤْمِنِ مِنَ الْفِتْنَةِ ، وَيَكْرَهُ قِلَّةَ الْمَالِ ، وَقِلَّةُ الْمَالِ أَقَلُّ لِلْحِسَابِ " (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
দীর্ঘ জীবন ও সম্পদের প্রাচুর্যকে মানুষ দুনিয়ার জীবনের সাফল্য জ্ঞান করলেও এ দুটো জিনিস আখিরাতের সাফল্যের পথে বাধা সৃষ্টিকারী। দীর্ঘায়ু দুনিয়া ও আখিরাতের জন্য উত্তম, যদি তা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পথে ব্যয়িত হয়। অন্যথায় আখিরাতের ময়দানে দীর্ঘ জীবনের ভারী বোঝা মানুষকে দোযখে নিক্ষেপ করবে। অনুরূপভাবে সম্পদ দুনিয়ার সাফল্যের প্রতীক। যদি সম্পদ নেক ও বৈধ পথে উপার্জিত এবং ব্যয়িত হয়, তাহলে তা আখিরাতে মানুষের মর্যাদা বৃদ্ধি করতে পারে। তা না হলে সম্পদের হিসাব দিতে গিয়ে মানুষ হিমশিম খেয়ে যাবে। আল্লাহর রাস্তায়, দুঃস্থ মানবতার সেবায় ও যাবতীয় বৈধ কাজে সম্পদ ব্যবহার না করলে বা অন্যায় অসংগত উপায়ে তা উপার্জন করলে ধনীদেরকে সোনা-রূপা গরম করে দাগ দেয়া হবে। সম্পদ তার অধিকারীকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাই দীর্ঘ জীবন ও প্রাচুর্যকে আখিরাতের সাফল্যের অন্তরায় গণ্য করা হয়েছে:
اللَّهُمَّ اجْعَلِ المَوْتَ رَاحَةً لي مِن كُلِّ شَرٍّ.
-"হে আল্লাহ! মৃত্যুকে আমাদের সকল অমঙ্গল থেকে বাঁচবার উপায় বানিয়ে দিন।"
اللَّهُمَّ اجْعَلِ المَوْتَ رَاحَةً لي مِن كُلِّ شَرٍّ.
-"হে আল্লাহ! মৃত্যুকে আমাদের সকল অমঙ্গল থেকে বাঁচবার উপায় বানিয়ে দিন।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)