মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৪৬
রিকাক অধ্যায়
দীনার ও দিরহামের দাসকে আল্লাহর রাসূল ﷺ অভিসম্পাত দিয়েছেন
৪৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: দীনারের দাস অভিশপ্ত এবং দিরহামের দাস অভিশপ্ত। (তিরমিযী)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لُعِنَ عَبْدُ الدِّينَارِ ، وَلُعِنَ عَبْدُ الدِّرْهَمِ . (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
দীনার এবং দিরহাম আরব দেশের প্রচলিত মুদ্রা। এগুলোকে সম্পদের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তা'আলা সম্পদকে মানুষের সুখ-শান্তি ও প্রয়োজন মেটানোর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে সম্পদের মালিকানাও দান করেছেন। নিজের ইচ্ছানুযায়ী সে তা ব্যবহার করতে পারে। কিন্তু সম্পদের মালিক সম্পদের গোলামে পরিণত হওয়া খুবই গর্হিত ও দুঃখজনক ব্যাপার। আল্লাহ যে উদ্দেশ্যে সম্পদ সৃষ্টি করেছেন তা চরিতার্থ করার জন্য সম্পদের মালিক সম্পদকে বিনিয়োগ করেনি। সে সম্পদের খাতিরে সম্পদ সঞ্চয় এবং সম্পদ উপার্জন করার জন্য নিজের যাবতীয় যোগ্যতা ও জীবনের প্রত্যেকটি মুহূর্তকে নিয়োজিত করে। সম্পদ হাসিলের জন্য সে দেশ, জাতি, দীন, ধর্ম ত্যাগ করার জন্য প্রস্তুত। অর্থের জন্য যত বড় কুরবানীই প্রয়োজন হোক না কেন, তা তার কাছে মোটেই বড় নয়। ধন-দৌলত উপার্জনের পন্থা বৈধ কি না বা তাতে অন্যের হক নষ্ট হচ্ছে কিনা, তা সে যাচাইয়ের প্রয়োজন মনে করে না। তার নিজের সামান্য লাভের জন্য অন্যের বিরাট লোকসান করতেও ইতস্তত করে না। শুধু তাই নয়, এ ধরনের বিরাট ত্যাগের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয়, তা সংরক্ষণের জন্য সে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে। সম্পদের পাহারা ও হিফাযতের জন্য নিজেকে দিনরাত নিয়োজিত রাখে। আল্লাহ যা মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য সৃষ্টি করেছেন, মানুষ নিজের বোকামীর কারণে সে সম্পদের গোলামী করা শুরু করে। এ কারণে উপরোক্ত হাদীসে এ ধরনের অর্থ পুজারীদের আল্লাহর অভিশপ্ত বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)