মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৪৫
রিকাক অধ্যায়
মৃত ব্যক্তিকে ফেরেশতা এবং মানুষ যা জিজ্ঞেস করেন
৪৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী ﷺ বলেছেন: ব্যক্তির মৃত্যুর পর ফেরেশতারা জিজ্ঞেস করেন, সে কি পাঠিয়েছে এবং মানুষ জিজ্ঞেস করে সে কি রেখে গেছে। (বায়হাকীঃ শুয়াবুল ঈমান)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ , يَبْلُغُ بِهِ , قَالَ : " إِذَا مَاتَ الْمَيِّتُ قَالَتِ الْمَلَائِكَةُ : مَا قَدَّمَ . وَقَالَ بَنُو آدَمَ : مَا خَلَّفَ؟ " (رواه البيهقى)
হাদীসের ব্যাখ্যা:
সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির নেশায় বিভোর মানুষ ধন-দৌলত হাসিলে যাবতীয় গর্হিত কাজ করে থাকে। কিন্তু শত কষ্ট ও দুর্নীতির সাহায্যে যে সম্পদ সে সঞ্চয় করে, তার মৃত্যুর পর তার উপার্জিত সম্পদের উপর তার কোন অধিকার থাকে না। অন্য লোক তা বিলি-বণ্টন করার জন্য সিন্ধুকের চাবি বা ব্যাংকের কাগজপত্র তালাশ করতে থাকে। অপরদিকে ফেরেশতারা তাকে জিজ্ঞেস শুরু করেন, দুনিয়ার যিন্দেগী সে কিভাবে যাপন করেছে। আল্লাহ ও তাঁর রাসূলের পয়গাম মোতাবিক যিন্দেগীর তামাম কাজ কি সে সম্পাদন করেছে? কিভাবে সে সম্পদ উপার্জন ও ব্যয় করেছে? আল্লাহর হুকুম মান্যকারী সেদিন খুব খুশি হবে। ফেরেশতারা তাকে পরম সুহৃদের ন্যায় স্বাগত জানাবেন। দুনিয়ার যিন্দেগীতে সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির নেশায় যে মত্ত ছিল এবং আল্লাহর হুকুম পালনের কোন প্রয়োজন মনে করেনি, সে ফেরেশতার প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হবে। এ ধরনের বদনসীবদের সঙ্গে তাঁরা কঠিন আচরণ করবেন। দুনিয়ায় ফেলে যাওয়া ধন-দৌলত ও প্রভাব-প্রতিপত্তি তখন তার বিন্দুমাত্র কাজে আসবে না। আল্লাহর আযাব থেকে কোন কিছুই তাকে রেহাই দিতে পারবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)