মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৪০
রিকাক অধ্যায়
দুনিয়ার মহব্বত ও সুদীর্ঘ কামনা যৌবন লাভ করে
৪০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ বৃদ্ধ মানুষের হৃদয়ে দুটো জিনিস-দুনিয়ার মহব্বত ও সুদীর্ঘ কামনার যৌবন থাকে। (বুখারী ও মুসলিম)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ : فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ " (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

পূর্ববর্তী হাদীসে বৃদ্ধ মানুষের সম্পদ ও জীবনের লোভের কথা বলা হয়েছে। এ হাদীসে দুনিয়ার মহব্বত ও দীর্ঘ কামনার কথা বলা হয়েছে। বলা বাহুল্য, উভয় হাদীসে বর্ণিত বিষয় এক ও অভিন্ন। দুনিয়ার মহব্বত ও মালের মহব্বত, দীর্ঘ জীবন ও দীর্ঘ কামনা সমার্থবোধক। একমাত্র আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বত এবং আখিরাতের ফিকির মানুষের মন থেকে দুনিয়ার এ মোহজাল দূর করতে পারে।

আখিরাতের অনন্ত জীবন ও নিয়ামতভরা জান্নাতের অফুরন্ত কামনা মানুষের মনে নীড় রচনা করলে অস্থায়ী দুনিয়ার ততোধিক অস্থায়ী জিনিস মানুষের মনে শিকড় গাড়তে পারবে না। এ ফিতনা থেকে নিজেকে রক্ষা করার লক্ষ্যে নিজেকে আল্লাহর দীনের প্রচার-প্রসার এবং 'আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার'-এর কাজে আত্মনিয়োগ করতে হবে। সকল প্রকার তাগূত ও বাতিলের বিরুদ্ধে জিহাদ ব্যতীত তাযকিয়ায়ে নফসের বুলন্দ মরতবায় অধিষ্ঠিত হওয়া অসম্ভব। এ তাযকিয়া ছাড়া হৃদয়কে দুনিয়ার ধুলোবালিমুক্ত রাখা সম্ভব নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান