মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৩৮
রিকাক অধ্যায়
সম্পদ ও মর্যাদার লোভ দীনের জন্য ক্ষতিকর
৩৮. হযরত কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পালে ছেড়ে দেয়া হলে তারা যা ধ্বংস করতে পারে না, তার চেয়ে বেশি মানুষের দীনের লোকসান করে তার সম্পদ ও শরাফতের লোভ। (তিরমিযী ও দারিমী)
کتاب الرقاق
عَنِ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ المَرْءِ عَلَى المَالِ وَالشَّرَفِ لِدِينِهِ » (رواه الترمذى والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

বাঘ ছাগলের শত্রু। ছাগলের পালে দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ প্রবেশের অর্থ হলো অনেক ছাগলের প্রাণ সংহার করা। ক্ষুধার্ত নেকড়ে বাঘের চেয়েও মারাত্মক শত্রু মানুষের রয়েছে, আর তা বাইরের শত্রু নয়, বরং ভিতরের শত্রু। সম্পদ ও শরাফতের লোভ মানুষের দীনকে ক্ষতবিক্ষত করে। আল্লাহর দীনের অর্থ ব্যাপক।

নির্দিষ্ট সময়ে গোটা কয়েক ইবাদত পালনের নাম দীন নয়; বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর আইনের অধীনে রাখার নাম হল দীন। ব্যক্তির পারিবারিক জীবনের ক্ষুদ্র পরিসর থেকে কর্মজীবনের বিস্তীর্ণ ক্ষেত্রে এবং মসজিদ থেকে শুরু করে আদালত, পার্লামেন্ট, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং যুদ্ধের ময়দানে আল্লাহর হুকুমের অধীনে নিজেকে রাখার নাম হল আল্লাহর দীনের অধীনে রাখা। দীনের লক্ষ্য ও উদ্দেশ্য হল, আল্লাহর বান্দাদেরকে শুধু মসজিদের ভেতরে অল্প সময়ের জন্য নয়, বরং তার বাইরের তামাম সময়ের জন্য আল্লাহর ইবাদতে নিয়োজিত করা। দীনের এ যিম্মাদারী সার্বক্ষণিক যিম্মাদারী। এ যিম্মাদারী যোগ্যতার সাথে সম্পাদনের জন্য দিন-রাত সাধনা করতে হয়, শ্রম ও অর্থের কুরবানী দিতে হয়, প্রয়োজনের খাতিরে নিজের জীবনকে বিলিয়ে দেয়ার জন্য প্রস্তুত হতে হয়। শুধু নিজের জীবনকে আল্লাহর ইবাদতে নিযুক্ত করলে যিম্মাদারী শেষ হয় না, বরং আশেপাশের মানুষকেও শয়তানের গোলামী হতে নাজাত দানের চেষ্টা করতে হয়। মু'মিন এটা কখনো বরদাশত করতে পারে না যে, আশেপাশের মানুষ আল্লাহর ইবাদতের পরিবর্তে সম্পদের গোলামী করবে। অন্যকে শয়তানের ইবাদতে নিযুক্ত দেখে যে নিজের অন্তরে তীব্র ক্ষোভ ও জ্বালা অনুভব করে না, সে ঈমানের পরিপন্থি কাজ করে। ঈমানের দাবি হল নিজের যাবতীয় যোগ্যতা দিয়ে আল্লাহদ্রোহী শক্তির মুকাবিলা করা। এই দায়িত্ব কঠিন নিষ্কলুষ মনের অধিকারী লোক সম্পাদন করতে পারে। ঈমানের বহ্নিশিখা যাদের অন্তরে রয়েছে, আর যাদের অন্তর পার্থিব লোভ-লালসায় কর্দমাক্ত হয়নি, তাদের দ্বারা এ মহান কাজ সম্পাদিত হতে পারে সম্পদ ও শরাফতের মোহ যাদের অন্তরকে আচ্ছাদিত করেছে, তাদের দ্বারা এ কঠিন কাজ হতে পারে না। বরং তারা নিজেদের স্বার্থের জন্য দীনের এমন ক্ষতি-সাধন করতে প্রস্তুত হয় যা ক্ষুধার্ত নেকড়ে বাঘ মেষপালের উপর ঝাঁপিয়ে পড়েও করতে পারে না। তাই লোভ-লালসার নেকড়ে বাঘের আক্রমণ থেকে আমাদের ঈমানের হিফাযত করা একান্ত কর্তব্য।
হে দয়াময় আল্লাহ! সম্পদ ও শরাফতের লোভ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন। সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান