মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৩৭
রিকাক অধ্যায়
প্রত্যেক উম্মতের এক ফিতনা রয়েছে, আমার উম্মতের ফিতনা সম্পদ
৩৭. হযরত কা'ব ইবন ইয়ায (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুল ﷺ-কে বলতে শুনেছি: প্রত্যেক উম্মতের এক ফিতনা রয়েছে, আমার উম্মতের ফিতনা হল মাল বা সম্পদ। (তিরমিযী)
کتاب الرقاق
عَنْ كَعْبِ بْنِ عِيَاضٍ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : « إِنَّ لكُلِّ أُمَّةٍ فِتْنَةً ، وَفِتْنَةُ أُمَّتِي الْمَالُ » (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

আরবী ভাষায় 'ফিতনা' শব্দের একাধিক অর্থ রয়েছে। পরীক্ষা, গুমরাহী, লাঞ্ছনা, কুফর, অন্তর্দ্বন্দ, আকর্ষণ, মোহ প্রভৃতি। আল্লাহ তা'আলা বিভিন্নভাবে বিভিন্ন জাতিকে পরীক্ষা করেছেন। সাধারণ অর্থেও সম্পদ বা সম্পদের মোহই ফিতনা। কুরআনে মালকে ফিতনা বলা হয়েছে। মুসলিম উম্মতের অন্যতম ফিতনা হচ্ছে মাল বা সম্পদ। নবী করীম ﷺ যে আশঙ্কা করেছেন, আমাদের সমাজে তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। সম্পদের রাস্তায় আমাদের পতন এসেছে। যখন থেকে মুসলিম উম্মত সম্পদকে প্রিয় জ্ঞান করা শুরু করেছে বা মালের মহব্বত তাদের কাছে অগ্রাধিকার লাভ করেছে, তখন থেকে এ উম্মতের পতন শুরু হয়েছে। মালের মহব্বত ত্যাগ করে আদর্শের মহব্বত পোষণ করতে পারলে কখনো মুসলিম উম্মত বিশ্বসভায় তার হৃত আসন ফিরে পেতে পারে। কারণ মুসলিম জাতিকে সম্পদ সঞ্চয়ের জন্য সৃষ্টি করা হয়নি; বরং তাদেরকে 'আমর বিল মারূফ ওয়া নাহি আনিল মুনকার' বা ভাল কাজের নির্দেশ ও মন্দ কাজ থেকে বারণ করার দায়িত্ব ও যিম্মাদারী প্রদান করা হয়েছে। আর সম্পদের মোহ এ মহান যিম্মাদারীর পরিপন্থি। আল্লাহ আমাদেরকে মালের ফিতনা থেকে দূরে রাখুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান