মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং:
রিকাক অধ্যায়
আজন্ম সিজদারত থাকলেও কিয়ামতের দিন তা নগণ্য মনে হবে
৯. হযরত উতবা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যদি কোন লোক তার জন্মের দিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় পড়ে থাকে, তাহলেও কিয়ামতের দিন সে তার ইবাদতকে খুব নগণ্য মনে করবে। (মুসনাদে আহমদ)
کتاب الرقاق
عَنْ عُتْبَةَ بْنِ عُبَيْدٍ ، رَفَعَهُ « لَوْ أَنَّ رَجُلًا يَخِرُّ عَلَى وَجْهِهِ ، مِنْ يَوْمِ وُلِدَ إِلَى يَوْمِ يَمُوتُ ، فِي مَرْضَاةِ اللَّهِ ، لَحَقَّرَهُ يَوْمَ الْقِيَامَةِ » (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

কিয়ামতের দিন দোযখ, জান্নাত, মীযান, পুলসিরাত প্রভৃতি অদৃশ্য জিনিস জিন্ন ও ইনসানের সামনে বাস্তবরূপে দেখা দিবে। দুনিয়াতে নবী-রাসূলগণ যেসব জিনিস সম্পর্কে সতর্ক করেছেন এবং যেসব জিনিসের ওয়াদা করেছেন, পরকালে মানুষ তার চোখের সামনে সেগুলো দেখতে পাবে। আযাবের ভয়াবহতা এবং পুরস্কারের অকল্পনীয় ও অচিন্ত্যনীয় রূপ ও মর্যাদা দেখে মানুষ তার দুনিয়ার যিন্দেগীর সকল নেককাজ নগণ্য মনে করবে। যে ব্যক্তি দিনরাত ইবাদতের মধ্যে মশগুল ছিল, সেও চিন্তা করবে প্রতিদানের তুলনায় তার ইবাদত কত অল্প, কত নগণ্য। তখন মনে হবে যদি সে আরো বেশি সময় ইবাদতে নিজেকে মশগুল রাখত, তাহলে আরো বেশি পুরস্কার লাভ করতে পারত। আখিরাতের অনন্ত যিন্দেগীর জন্য অফুরন্ত নিয়ামত আল্লাহ তা'আলা তাঁর ইবাদতগুযার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। তাই জীবনের প্রত্যেক মুহূর্তেই আল্লাহর বন্দেগী এবং আনুগত্যের মধ্যে ব্যয় করা জিন্ন ও ইনসানের একান্ত কর্তব্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান