মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১০৮
ঈমান অধ্যায়
সিরাতে মুমিনদের দু‘আ
১০৮. হযরত মুগীরা ইবনে শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন সিরাতে মুমিনদের এই বৈশিষ্ট্য হবে যে, তারা দু‘আ করতে থাকবে: হে আমাদের রব! আমাদেরকে নিরাপদে রাখুন, আমাদেরকে শান্তিতে রাখুন। -তিরমিযী
کتاب الایمان
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: شِعَارُ الْمُؤْمِنِ عَلَى الصِّرَاطِ، رَبِّ سَلِّمْ سَلِّمْ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

কিয়ামতের দিন কিয়ামতবাসীগণ সিরাত এবং মীযান এবং আমলনামা লাভ করার সময় ভয়ে কম্পমান থাকবেন। এতিনটি সময় কোন লোক যে অন্য কোন চিন্তা করবে না তা পূর্বে আবদুল্লাহ ইবনে ওমর (রা)-এর বর্ণিত হাদীসে উল্লেখিত হয়েছে। আলোচ্য হাদীসে সিরাতের সময়ের অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। পুলসিরাতের কঠিন বিপদের সময় আল্লাহর মুমিন বান্দাহগণ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তা'আলার দরবারে নাজাত লাভ করার জন্য প্রার্থনা করতে থাকবেন। তাদের প্রার্থনার ভাষা হবে "হে আমাদের রব! আমাদেরকে নিরাপদ রাখুন, শান্তিতে রাখুন।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান