মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৯৪
ঈমান অধ্যায়
আল্লাহ ঈমানদার ব্যক্তিকে নিকটবর্তী করবেন এবং তার গুনাহ ঢেকে দিবেন
৯৪. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা ঈমানদার বান্দাকে নিকটবর্তী করবেন, তাঁর রহমতের আশ্রয় দান করবেন এবং অন্যদের থেকে পর্দার অন্তরালে রাখবেন। অতঃপর তিনি তাকে জিজ্ঞাসা করবেন: তুমি কি অমুক অমুক গুনাহ করেছিলে? সে জবাব দিবে, হে আমার রব! হা আমি তা করেছি। এমন কি সে তার (যাবতীয়) গুনাহের স্বীকারোক্তি করবে এবং সে মনে মনে ভাববে, সে বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাকে বলবেন: আমি দুনিয়াতে তোমার এসব গুনাহ ঢেকে রেখেছিলাম এবং আজ তা মাফ করে দিলাম। অতঃপর তিনি (আল্লাহ) তাঁর সৎকর্মের আমলনামা দেবেন। কাফের ও মুনাফিকদের সম্পর্কে প্রকাশ্যে এলান করা হবে, এসব লোক তাদের রবের প্রতি মিথ্যা আরোপ করেছিলো। সাবধান! এ ধরনের যালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُدْنِي المُؤْمِنَ، فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ، فَيَقُولُ: أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ: نَعَمْ أَيْ رَبِّ، حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ، وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ، قَالَ: سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ اليَوْمَ، فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ، وَأَمَّا الكَافِرُ وَالمُنَافِقُونَ، فَيَقُولُ الأَشْهَادُ: {هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ} (رواه البخارى ومسلم)