মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৮৯
ঈমান অধ্যায়
কিয়ামতের দিন সূর্য নিকটবর্তী হবে এবং মানুষ আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে
৮৯. হযরত মিকদাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন সূর্য সৃষ্টিকুলের খুব নিকটবর্তী হয়ে যাবে। এমনকি তা তাদের থেকে একমাইলের দূরত্বে থাকবে। অতঃপর মানুষ নিজের আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত এবং কেউ মুখ পর্যন্ত ঘামের মধ্যে থাকবে। (একথা বলে রাসূলুল্লাহ (ﷺ)) নিজের মুখের দিকে হাতের ইশারা করলেন। -মুসলিম
کتاب الایمان
عَنِ الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْخَلْقِ، حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ» - قَالَ سُلَيْمُ بْنُ عَامِرٍ: فَوَاللهِ مَا أَدْرِي مَا يَعْنِي بِالْمِيلِ؟ أَمَسَافَةَ الْأَرْضِ، أَمِ الْمِيلَ الَّذِي تُكْتَحَلُ بِهِ الْعَيْنُ - قَالَ: «فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى حَقْوَيْهِ، وَمِنْهُمْ مَنْ يُلْجِمُهُ الْعَرَقُ إِلْجَامًا» قَالَ: وَأَشَارَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى فِيه . (رواه المسلم)
হাদীসের ব্যাখ্যা:
পারলৌকিক জীবনে যে সব বিষয় সংঘটিত হবে তা আমাদের পার্থিব জীবনে অনুধাবন করা সু-কঠিন। আখিরাতের জিন্দেগীর ঘটনাবলী যখন যাবতীয় বাস্তবতা সহকারে সংঘঠিত হবে তখনই পরিপূর্ণভাবে তা উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব হবে।
বিঃ দ্রঃ নবী করীম (ﷺ) আলোচ্য হাদীসে পারলৌকিক জীবনের এক ভয়াবহ চিত্র অংকন করেছেন। কিয়ামতের দিন অপরাধী ব্যক্তিগণ তাদের অপরাধের মাত্রা অনুযায়ী ভীত সন্ত্রস্ত হবে এবং বুঝতে পারবে যে, তাদের সাথে কোন ধরনের আচরণ করা হবে। এ অনুভূতির কারণেই ঘামের তারতম্য হবে।
বিঃ দ্রঃ নবী করীম (ﷺ) আলোচ্য হাদীসে পারলৌকিক জীবনের এক ভয়াবহ চিত্র অংকন করেছেন। কিয়ামতের দিন অপরাধী ব্যক্তিগণ তাদের অপরাধের মাত্রা অনুযায়ী ভীত সন্ত্রস্ত হবে এবং বুঝতে পারবে যে, তাদের সাথে কোন ধরনের আচরণ করা হবে। এ অনুভূতির কারণেই ঘামের তারতম্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)