মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৭৫
ঈমান অধ্যায়
দাফনের পর মৃতের জন্য ক্ষমা প্রার্থনা এবং সাওয়াল জাওয়াবের সময় দৃঢ়পদ থাকার দু‘আ করার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ
৭৫. হযরত উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মৃত ব্যক্তির দাফনের কাজ শেষ করে কবরের কাছে দাঁড়াতেন এবং বলতেনঃ তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা কর যাতে সে প্রশ্নের জবাব দানে দৃঢ়পদ থাকে। এখনোই তাকে সাওয়াল করা হবে। -আবু দাউদ
کتاب الایمان
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ بِالتَّثْبِيتِ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ» (رواه ابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
মানুষ কবরের যিন্দেগীর সূচনাতে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়, যার চিন্ত সে কখনও করেনি বা করে থাকলেও তার ভয়াবহতা কোনদিন উপলব্ধি করেনি। এ পরিস্থিতিতে একমাত্র আল্লাহ তাঁর বান্দাকে রক্ষা করতে পারেন। আমলের দুর্বল দিকটাকে তিনি ক্ষমা করে দিলে মানুষ নিস্তার পেতে পারে। তাই নবী করীম (ﷺ) মৃতের জন্য দু‘আ করতেন এবং অন্যদেরও দু‘আ করতে বলতেন। কারণ আল্লাহ তাঁর বান্দাদের দু‘আ শুনেন। তাই আশা করা যায়, মৃত ব্যক্তির জন্য দু‘আ করলে তার সাওয়াল-জাওয়াব সহজ হতে পারে।
সা'দ ইবনে মু'আয (রা)-কে দাফনের পর রাসূলুল্লাহ্ (ﷺ) দীর্ঘক্ষণ তাসবীহ ও তাকবীর পাঠ করেন
সা'দ ইবনে মু'আয (রা)-কে দাফনের পর রাসূলুল্লাহ্ (ﷺ) দীর্ঘক্ষণ তাসবীহ ও তাকবীর পাঠ করেন
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)