মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৭৩
ঈমান অধ্যায়
সকল-সন্ধ্যায় জান্নাতীকে জান্নাত এবং দোযখীকে দোযখে তার স্থান দেখান হয়
৭৩. হযরত আবদুল্লাহ্ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কারও মৃত্যু হলে সে যদি জান্নাতী হয়, তবে প্রত্যেক দিন সকাল-সন্ধ্যায় তাকে তার জান্নাতের স্থান দেখানো হয়। সে যদি জাহান্নামী হয়, তাকে জাহান্নামের স্থান দেখান হয়। আর তাকে বলা হয়, কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে তার দিকে উঠিয়ে আনবেন তখন এটা হবে তোমার বাসস্থান। -বুখারী ও মুসলিম
کتاب الایمان
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، فَيُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ القِيَامَةِ " (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
সকাল-সন্ধ্যায় বেহেশত ও দোযখের স্থান দেখান হবে। দোযখী ব্যক্তি তার দোযখের স্থান দেখে ভীত ও শঙ্কিত হবে, প্রকৃত আযাব লাভের পূর্বে আযাবের ভয়ঙ্কর রূপ উপলব্ধি করবে এবং অশান্তির আগুনে তিলেতিলে জ্বলতে থাকবে। অপরপক্ষে জান্নাতী ব্যক্তি জান্নাতের পূতঃপবিত্র জীবনের আরাম-আয়েশের সন্ধান পেয়ে খুব খুশী হবে। দুঃখ কষ্ট ভুলে যাবে। জান্নাতের সুখ-শান্তি উপভোগ করার জন্য জান্নাতে দাখিল হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু জান্নাতী ব্যক্তি জান্নাত লাভের পূর্বে আলমে বারযাখ থেকে আল্লাহর অশেষ মেহেরবাণীতে জান্নাতের আনন্দ উপভোগ করতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)