মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৬৬
ঈমান অধ্যায়
প্রত্যেক জিনিস তাকদীরে পূর্বনির্ধারিত
৬৬. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক জিনিস তকদীর থেকে (পূর্ব নির্ধারিত), এমন কি মানুষের যোগ্যতা অযোগ্যতাও। -মুসলিম
کتاب الایمان
عَنِ بْنَ عُمَرَ قال قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ، أَوِ الْكَيْسِ وَالْعَجْزِ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

ব্যক্তির যোগ্যতা ও অযোগ্যতা, ক্ষমতা-অক্ষমতা, প্রজ্ঞা-নির্বুদ্ধিতা তথা ব্যক্তির যাবতীয় গুণাবলী তকদীরের মধ্যে রয়েছে। অর্থাৎ পার্থিব জীবনে কে কোন অবস্থার মধ্যে থাকবে তাও ভাগ্যলিপির অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান