মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৬৪
ঈমান অধ্যায়
তদবীর তকদীরের অন্তর্ভুক্ত
৬৪. হযরত আবু খিযামা থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি মত পোষণ করেন, ঝাড়-ফুকের (ব্যাথা-বেদনা দূর করার জন্য) যে তরীকা আমরা অবলম্বন করি এবং চিকিৎসার জন্য যে ঔষধ ব্যবহার করি এবং বিপদাপদ থেকে বাঁচার জন্য যে তদবীর করি তা কি তাকদীরের কোন কিছু রদ করতে পারে? আল্লাহর রাসূল (ﷺ) বলেনঃ এসবও আল্লাহর (নির্ধারিত) তাকদীরের অধীন। -মুসনাদে আহমাদ, তিরমিযী, ইবনে মাজা
کتاب الایمان
عَنْ ابْنِ أَبِي خُزَامَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا؟ فَقَالَ: «هِيَ مِنْ قَدَرِ اللَّهِ» (رواه احمد والترمذى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বক্তব্যের সারমর্ম হল, আমরা উদ্দেশ্য সাধনের জন্য যে তদবির ও কোশেশ করে থাকি এবং এ ব্যাপারে যে সব উপায় উপকরণ প্রয়োগ করি তার সবকিছুই আল্লাহর নির্ধারিত তাকদীরের অধীন। অর্থাৎ আল্লাহর তরফ থেকে এটা নির্ধারিত হয় যে, অমুক ব্যক্তি অমুক অসুখের দ্বারা আক্রান্ত হবে এবং অমুক ঝাড়ফুঁক বা ঔষধের দ্বারা আরোগ্য লাভ করবে। বিষয়টির উপর চিন্তা-ভাবনা করলে বিষয়টি সহজে অনুমিত হয় যে, তাকদির সম্পর্কিত অনেক প্রশ্ন ও সন্দেহের জবাব রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্ত দু'শব্দ সম্বলিত বক্তব্যের দ্বারা দূর হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান