মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৬০
ঈমান অধ্যায়
আল্লাহকে সৃষ্টি করার প্রশ্ন উঠলে বলবেঃ আমি আল্লাহ্ ও তাঁর রাসূলের উপর বিশ্বাসী
৬০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: মানুষ প্রশ্ন করা থেকে বিরত থাকবে না এমন কি এ প্রশ্ন করা হবে যে, আল্লাহ সৃষ্টির স্রষ্টা, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? যখন কেউ অনুরূপ কিছুর সম্মুখীন হবে তখন সে যেন বলে: আমি আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান এনেছি। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ: هَذَا خَلَقَ اللهُ الْخَلْقَ، فَمَنْ خَلَقَ اللهَ؟ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا، فَلْيَقُلْ: آمَنْتُ بِاللهِ وَرُسُلِهِ" (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এসব প্রশ্ন এবং ওয়াসওয়াসা সম্পর্কে মু'মিনের দৃষ্টিভঙ্গী খুব স্পষ্ট থাকা আবশ্যক। প্রশ্নকারী ও ওয়াসওয়াসা সৃষ্টিকারী শয়তান এবং নিজের নফসকে যেন স্পষ্টভাবে বলে যে, যেহেতু আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে আমি আলো লাভ করেছি তাই আমার নিকট এ ধরনের প্রশ্ন মোটেই চিন্তারযোগ্য নয়। যেরূপ সূর্যের আলো আছে কিনা তা বিচার বিবেচনা করা একজন চক্ষুম্মান ব্যক্তির জন্য অবাস্তব এবং অপ্রয়োজনীয় ঠিক সেরূপ আলোচ্য হাদীসে উল্লিখিত প্রশ্ন সম্পর্কে চিন্তাভাবনা করা একজন মু'মিন ব্যক্তির জন্য অপ্রয়োজনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)