মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৪৪
ঈমান অধ্যায়
প্রত্যেক নবীর মন্দ সহচরদের বিরুদ্ধে জিহাদ মুমিনের কর্তব্য
৪৪. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা আমার পূর্বে কোন কওমের নিকট যে নবীই পাঠিয়েছেন, তার কিছু শাগরিদ ও আসহাব ছিলেন। যারা নবীর প্রদর্শিত পথে চলতেন এবং তাঁর হুকুমের প্রতি আনুগত্য প্রদর্শন করতেন। তারপর তাদের সহচরদের মধ্যে কিছু লোক হত তারা যা বলত তা আমল করত না এবং এমন সব কাজ করত যার জন্য তারা আদিষ্ট ছিল না। তাদের বিরুদ্ধে যে ব্যক্তি হাতের দ্বারা জিহাদ করেছে সে মুমিন। যে জিহ্বার দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করেছে সে মুমিন এবং যে অন্তরের দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করেছে সেও মুমিন। এছাড়া সরিষার কণার পরিমাণও ঈমান নেই। -মুসলিম
کتاب الایمان
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلَّا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ، وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ، ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ، وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ، فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الْإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের নির্যাস হল আম্বিয়া (আ) এবং বুজুর্গানে দীনের স্থলাভিষিক্ত ব্যক্তিবর্গের মন্দ আচার-আচরণ, যারা অন্যদেরকে তো নেক কাজের দাওয়াত দেয়; কিন্তু নিজেরা আমল করে না অথবা বদ আমলে লিপ্ত, তাদের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী হাত দিয়ে এবং জিহ্বার দ্বারা জিহাদ করা এবং তা সম্ভব না হলে অন্ততপক্ষে অন্তরের মধ্যে জিহাদের আবেগ ও প্রেরণা পোষণ করা ঈমানের অন্যতম শর্ত। যে ব্যক্তি তার অন্তরের মধ্যেও এ ধরনের দুষ্কর্মের বিরুদ্ধে জিহাদ করার কোন আবেগ অনুভূতি রাখে না তার অন্তর ঈমানের উত্তাপ শূন্য।

উল্লেখ্য যে, আম্বিয়া (আ) এর অযোগ্য স্থলাভিষিক্তদের বিরুদ্ধে জিহাদ করার যে আদেশ করা হয়েছে তার অর্থ হল, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য চেষ্টা সাধনা করা। যদি এ প্রচেষ্টার দ্বারা তাদেরকে সংশোধন করা সম্ভব না হয়, তাহলে উত্তরাধিকার সূত্রে তারা যে প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়েছে তা খতম করার জন্য চেষ্টা সাধনা করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য এই হাদীসের বিষয়বস্তু শুধু পূর্ববর্তী নবীদের উম্মতদের সঙ্গে সম্পৃক্ত নয়। আমার প্রিয় নবী (ﷺ)-এর উত্তরসূরীরাও এই হাদীসের প্রতিবেদনের আওতার বাইরে নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান