মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৪৩
ঈমান অধ্যায়
বেহুদা কথাবার্তা ও কাজকর্ম ত্যাগ করা ইসলামের সৌন্দর্য
৪৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য ও পূর্ণতার মধ্যে এও অন্তর্ভুক্ত যে, সে বেহুদা কথাবার্তা ও কামকর্ম পরিহারকারী হবে। -ইবনে মাজাহ, তিরমিযী, বায়হাকী-শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ.(رواه ابن ماجة والترمذى والبيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

মানুষ আশরাফুল মাখলুকাত। সুমহান আল্লাহ্ মানুষকে খুবই মূল্যবান বানিয়েছেন। আল্লাহ মানুষকে যোগ্যতার যে পূজী দান করেছেন তা সে যেন নষ্ট না করে এবং তার সঠিক প্রয়োগের মাধ্যমে সে যেন অধিক উন্নতি এবং আল্লাহ তা'আলার সন্তোষ ও নৈকট্য হাসিল করতে সক্ষম হয়, এটাই হল দীনের যাবতীয় শিক্ষার নির্যাস। বস্তুতঃ ঈমান ও ইসলামের এটাই হল লক্ষ্য। তাই যে সৌভাগ্যবান ব্যক্তি ঈমানের পরিপূর্ণতা এবং দোষ-ত্রুটিশূণ্য ইসলামের সৌন্দর্য চায় তার জন্য অবশ্যম্ভাবী হল সুস্পষ্ট অপরাধ, মন্দ চরিত্র, বেহুদা এবং অকল্যাণকার কাজে নিজের যোগ্যতা প্রয়োগ না করা। বরং সে তার যোগ্যতা যেন এমন কাজে প্রয়োগ করে যাতে কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ জীবিকার উপায় উপকরণ এবং মানুষের কল্যাণের কাজে প্রভৃতিতে নিজের যোগ্যতা প্রয়োগ করতে হবে। যারা অসতর্কতা বশতঃ বেহুদা কথাবার্তা এবং নিরর্থক কাজে নিজের সামর্থ্য ও যোগ্যতা ব্যয় করে তারা এতই মূর্খ এবং নির্বোধ যে, তারা একটু চিন্তা করে না যে, আল্লাহ্ তা'আলা তাদেরকে কত মূল্যবান বানিয়েছেন এবং তারা নিজেদের এ মূল্যবান সম্পদকে মাটিতে মিলিয়ে দিচ্ছে, যে ব্যক্তি এ হাকীকতের অনুভূতি সম্পন্ন সে-ই বিজ্ঞ এবং জ্ঞানী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান