মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ২৯
ঈমান অধ্যায়
ঈমানের প্রভাব ও তার ফল
২৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করল, ঈমান কি? তিনি বললেন, তোমার ভাল কাজ তোমাকে আনন্দিত করলে এবং তোমার মন্দ কাজ তোমাকে অস্থির করলে তুমি মুমিন। -মুসনাদে আহমাদ
کتاب الایمان
عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِيمَانُ؟ قَالَ: " إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ، وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

ঈমানের লক্ষণ হল ভাল কাজ বিশ্বাসী ব্যক্তিকে আনন্দিত করে এবং মন্দ কাজ তাকে ব্যথিত ও চিন্তিত করে। যতক্ষণ পর্যন্ত এ অনুভূতি ঈমানদার ব্যক্তির মধ্যে থাকবে তেমনি মনে করতে হবে ঈমানদার ব্যক্তির ঈমানী রূহ সজীব। তার অনুভূতি হচ্ছে তার ঈমানের ফলশ্রুতি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান