মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং:
ঈমান অধ্যায়
আরকানে ইসলাম ও জান্নাতের সুসংবাদ
৬. হযরত তালহা ইবনে উবায়দিল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নজদের এক ব্যক্তি রাসূল (ﷺ)-এর কাছে এল, তার চুল এলোমেলো ছিল। আমরা তার আওয়াযের ধ্বনি শুনছিলাম; কিন্তু কি বলছিল তা বুঝতে পারছিলাম না। অতঃপর নবী করীম (ﷺ)-এর নিকটবর্তী হয়ে ইসলাম সম্পর্কে সওয়াল করল। নবী করীম (ﷺ) বললেন: দিনরাত পাঁচ ওয়াক্ত নামায। সে বলল: এছাড়া কি আমার উপর অন্য কোন নামায রয়েছে? তিনি বললেন, না। তবে স্বেচ্ছায় আরো নামায পড়তে পার। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন: রমযান মাসের রোযা ফরয। সে বলল, এছাড়া কি আমার উপর অন্য কোন রোযা রয়েছে? রাসূল (ﷺ) বললেন: না, তবে স্বেচ্ছায় আরো রোযা রাখতে পার। বর্ণনাকারী বলেন, রাসূল (ﷺ) উক্ত ব্যক্তিকে যাকাত সম্পর্কেও বলেছিলেন এবং সে বলেছিল: এছারাও কি আমার উপর অন্য কোন সদকা রয়েছে? রাসূল (ﷺ) বললেন: না, তবে স্বেচ্ছায় আরো দান করতে পার। বর্ণনাকারী বলেন: প্রশ্নকারী ফিরে গেল এবং (যাওয়ার সময়) বলল: আল্লাহর শপথ আমি এতে কোন কিছু সংযোজন করবো না এবং এ থেকে কোন কিছু কমও করব না। রাসূল (ﷺ) বললেন: লোকটি সত্যবাদী হলে কৃতকার্য হয়েছে। বুখারী(৪৬), মুসলিম(১১)
کتاب الایمان
عَنْ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ: حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِيَامَ شَهْرِ رَمَضَانَ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّدَقَةَ. قَالَ: فَهَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ» (رواه البخارى و مسلم)

হাদীসের ব্যাখ্যা:

সহীহ বুখারী শরীফে এ হাদীস সম্পর্কে অপর এক রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে, নামায, রোযা ও যাকাতের বর্ণনার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইসলামের বিধানও বলেছিলেন।

فأخبره عن شرائع الإسلام

এ হাদীসে আরকানে ইসলামের আখেরী রোকন-হজ্জ এর কোন উল্লেখ নেই। হাদীস ব্যাখ্যাতাগণ মনে করেন, সম্ভবতঃ বর্ণনাকারী তা উল্লেখ করতে ভুল করেছেন। আবার এও সম্ভাবনা রয়েছে যে, হজ্জ ফরয ঘোষিত হওয়ার পূর্বে এ হাদীস বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান