মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৯
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৫৯. ইবন 'আবাস (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) থেকে মারফু সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না, সৎকাজের নির্দেশ দেয় না এবং অসৎ কাজে বাধা দেয় না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
عن ابن عباس يرفعه إلى النبي صلى الله عليه وسلم قال ليس منها (6) من لم يوقر الكبير ويرحم الصغير ويأمر بالمعروف وينهى (7) عن المنكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান