মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫৭
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দায়িত্ব পালন না করলে প্রত্যেক জাতি ধ্বংস হবে
৫৭. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন তুমি যখন আমার উম্মতদের দেখবে তারা জালিমদেরকে- "তুমি জালিম" এ কথা বলবে না, তখন তুমি তাদেরকে পরিত্যাগ করবে।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب هلاك كل أمة لم تقم بهذا الواجب
عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال اذا رأيت أمتى لا يقولون للظالم منهمم أنت الظالم فقد تودع منهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান