মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ২৭
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দ্যেশে কাউকে ঘৃণা করা ও এ বিষয়ে উৎসাহ প্রদান
২৭. আমর ইবন জুমুহ (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) কে বলতে শুনেছেন, রাসূল (ﷺ) বলেছেন, কোন বান্দা প্রকৃত ঈমানদার হতে পারবেন না যতক্ষণ না সে কাউকে আল্লাহর উদ্দেশে ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্য কাউকে ঘৃণা করে। যখন সে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালবাসে ও আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করে, সে আল্লাহর প্রকৃত বন্ধুরূপে পরিগণিত হয়, নিশ্চয়ই আমার বান্দার মধ্যে আমার বন্ধু তারা, যারা আমার সৃষ্টির মধ্যে প্রিয় এবং যারা আমার স্মরণে মশগুল থাকে। তখন আল্লাহ্ তাদেরকে স্মরণ করেন (অর্থাৎ তাদের উপর সন্তুষ্ট থাকেন এবং রহমত নাযিল করেন) এবং ফেরেশতাগণও তাদেরকে স্মরণ করে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في الحب في الله والبغض في الله والحث على ذلك
عن عمرو بن الجموح أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يحق العبد حق صريح الايمان (5) حتى يحب لله ويبغض لله فإذا أحب لله تبارك وتعالى وأبغض لله تبارك وتعالى فقد استحق الولاء من الله تعالى وان أوليائي من عبادي وأحبابي من خلقي الذين يذكرون بذكري (6) واذكرهم بذكرهم