মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ১২
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: সৎলোকদেরকে ভালবাসা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠাবসা করা, তাদের যিয়ারত করা ও তাদেরকে সম্মান করা এবং কষ্ট না দেওয়া
১২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন ব্যক্তি তার বন্ধুর দ্বীনের অনুসারী হয়ে থাকে। কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিৎ, তোমরা কার সাথে মেলামেশা করছ। মুয়াম্মাল (অর্থাৎ ইবনে ইসমাঈল আব্দী) বলেন, সে কি ধরনের বন্ধু গ্রহণ করবে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في محبة الصالحين وصحبتهم والجلوس معهم وزيارتهم واكرامهم وعدم إيذائهم
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله (3) فلينظر أحدكم من يخالط (4) وقال مؤمل من يخالل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২ | মুসলিম বাংলা