মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৪২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: রোগের কারণে যে ব্যক্তি উত্তম আমল থেকে বঞ্চিত হয়, তার আমলের পুরস্কার লেখা হবে
৪২. 'উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, নেক আমল সীল করে রাখা হয়। এরপর মুমিন যখন অসুস্থ হয়, তখন ফেরেশতা বলে, হে আমাদের রব! তোমার অমুক বান্দাকে রোগে নেক আমল করা থেকে আটকে রেখেছে। তখন আল্লাহ্ তা'আলা বলেন, তার অনুরূপ আমল সীল করে রাখ। যতক্ষণ না সে সুস্থ হয়ে উঠবে, অথবা মৃত্যুবরণ করবে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب من حبسه المرض عن عمل الخير يكتب له ثواب العامل
عن عقبة بن عامر عن النبي صلى الله عليه وسلم أنه قال ليس من عمل (5) ألا وهو يختم عليه (6) فإذا مرض المؤمن قالت الملائكة يا ربنا عبدك فلان حبسته؟ فيقول الرب عز وجل اختمو له على مثل عمله حتى يبرأ أو يموت