মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৪
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎ ব্যক্তি, সৎ ধনী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৪. (আবূ আহওয়াসের দ্বিতীয় বর্ণনায়) তিনি বলেন, একদা তার পিতা এলোমেলো জীর্ণ বস্ত্র ও পোশাক পরিধান করে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যান। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি কি সম্পদের মালিক আছ? তিনি বলেন, আল্লাহ্ আমাকে সমস্ত মাল দান করেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন, তখন তা প্রকাশ করা তিনি পছন্দ করেন।
كتاب الفقر والغنى
باب الترغيب في الغنى الصالح للرجل الصالح
وعنه من طريق ثان أن أباه أتى النبي صلى الله عليه وسلم وهو أشعث سيء الهيئة فقال له رسول الله صلى الله عليه وسلم أمالك مال قال من كل المال قد آتاني الله عز وجل قال فإن الله عز وجل إذا انعم على عبد نعمة أحب أن ترى عليه