মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩২
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎ ব্যক্তি, সৎ ধনী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩২. 'আমর ইব্ন শুয়াইব (রা) থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে, এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা খাও, পান কর, সদকা কর, গর্ব অহঙ্কারের পোশাক পরিধান করো না এবং অতিরিক্ত খরচ করো না।
ইয়াযীদ ইবনে হারুন বলেন, একবার "গর্ব ও অতিরিক্ত খরচ" ছাড়াই বলেছেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় অনুরূপ হাদীস বর্ণনা করেন এবং সেখানে ولاسرف এর পরে অতিরিক্ত বলেছেন, নিশ্চয়ই আল্লাহ্ তার বান্দার উপর তার নিয়ামত দেখতে পছন্দ করেন।
ইয়াযীদ ইবনে হারুন বলেন, একবার "গর্ব ও অতিরিক্ত খরচ" ছাড়াই বলেছেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় অনুরূপ হাদীস বর্ণনা করেন এবং সেখানে ولاسرف এর পরে অতিরিক্ত বলেছেন, নিশ্চয়ই আল্লাহ্ তার বান্দার উপর তার নিয়ামত দেখতে পছন্দ করেন।
كتاب الفقر والغنى
باب الترغيب في الغنى الصالح للرجل الصالح
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال كلوا واشربوا وتصدقوا والبسوا غير مخيلة (5) ولا سرف وقال يزيد (6) مرة في غير اسراف ولا مخيلة (وعنه من طريق ثان) (7) بنحوه وزاد بعد قوله ولا سرف ان الله يجب ان ترى نعمته على عبده