মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ২৮
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
২৮. 'ইরাক ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ যার (রা) বলেছেন, কিয়ামতের দিন রাসূলের (ﷺ) চেয়ে আমি তোমাদের অধিক নিকটবর্তী হবো। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছি যে, কিয়ামতের দিন তোমরা আমার নিকটবর্তী হবে, যে ব্যক্তি দুনিয়া থেকে এ অবস্থায় বের হবে, যে অবস্থায় তাকে সেদিন রেখে আসা হয়েছিল। (অর্থাৎ দুনিয়ার প্রতি কোন আকর্ষণ ও লালসা না করা এবং অল্পে তুষ্ট থাকা।) আল্লাহর শপথ! তোমাদের মধ্যে কেউ যেন এমন না হয় যে, শেষ পর্যন্ত সে এর চেয়ে বেশী কিছুর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن عراك بن مالك قال قال أبو ذر رضي الله عنه اني لأقربكم يوم القيامة من رسول الله صلى الله عليه وسلم اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اقربكم مني يوم القيامة من خرج من الدنيا كهيئته يوم تركته عليه (8) وانه والله ما منكم من احد إلا وقد تشبث منها بشيء غيري