মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ২৫
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
২৫. শাকীক 'উকবা ইবন আমর ও আবূ মাসউদ (রা) থেকে বর্ণিত। আর মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে দান খয়রাত করার নির্দেশ দিতেন, তাই আমাদের কেউ শ্রমিকের কাজ করতে যেতেন এবং মুদ্দ উপার্জন করে নিয়ে আসতেন (এবং তা থেকে দান খয়রাত করতেন) অথচ আজকের দিনে তাদের কেউ কেউ লাখো দিরহামের মালিক। শাকীক (রা) বলেন, তিনি উক্ত কথা দ্বারা নিজের প্রতি ইঙ্গিত করেছেন।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن شقيق عن عقبة بن عمرو أبي مسعود (يعني أبا مسعود البدري) قال كان رسول الله صلى الله عليه وسلم يأمر بالصدقة فينطلق أحدنا فيحامل (1) فيجيء بالمدوان لبعضهم اليوم مائة الف (2) قال شقيق فرأيت أنه يعرض بنفسه