মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৮৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: নিয়ামত দাতার প্রতি শুকর ও ভাল কাজের প্রতিদানের প্রতি উৎসাহ প্রদান
৮৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি উল্লেখ করেন যে, আল্লাহ তা'আলা তাঁর বান্দার উপর তাঁর নিয়ামতের নিদর্শন দেখতে পছন্দ করেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في شكر المنعم والمكافأة على المعروف
عن أبي هريرة رفعه قال ان الله عز وجل يحب أن يرى أثر نعمته على عبده
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৫ | মুসলিম বাংলা