মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৩৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: যুলমের প্রতিদানে ক্ষমা করা এবং এর ফযীলত সম্পর্কে
৩৭. হুযায়ফা ইবনে য়ামান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক সময় একটি দুর্বল ও দরিদ্র জাতি ছিল, ধনী ও ক্ষমতাশীলরা তাদের অসংখ্য লোককে হত্যা করে। এরপর আল্লাহ দুর্বল জাতিকে তাদের উপর বিজয় দান করেন, তারা তাদের শত্রুর উপর কোন প্রকার দয়া প্রদর্শন না করে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদেরকে বশীভূত করে তাদের উপর কর্তৃত্ব করে। তাদের এ আচরণের জন্য আল্লাহ কিয়ামতের দিন তাদের উপর ক্রুদ্ধ হবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في العفو عن المظالم وفضله
عن حذيفة بن اليمان أن رسول الله صلى الله عليه وسلم قال إن قوما كانوا أهل ضعف ومسكنة قاتلهم أهل تجبر (4) وعدد فاظهر الله أهل الضعف عليهم فعمدوا إلى عدوهم فاستعملوهم (5) وسلطوهم فأسخطوا الله عليهم إلى يوم يلقونه