মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ২০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ সংবরণ করা এবং রাগান্বিত না হওয়া
২০. মু'আয ইবন আনাস আল্-জুহানী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে কার্যে পরিণত করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে। আল্লাহ্ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে এনে জান্নাতের হুরদের থেকে যে কোন হুরকে নিজের ইচ্ছামত বেছে নেওয়ার অধিকার দান করবেন। আর যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর নিকট বিনয়ী হওয়ার জন্য ভাল পোশাক পরিধান করা থেকে বিরত থাকে, আল্লাহ তাকে সমগ্র সৃষ্টির সামনে ডেকে এনে জান্নাতের যে কোন সম্মানিত পোশাক নিজের ইচ্ছামত বেছে নেওয়ার অধিকার দান করবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في كظم الغيظ وعدم الغضب
عن معاذ ابن أنس الجهني عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من كظم غيظه وهو يقدر على أن ينتصر دعاه الله تبارك وتعالى على رءوس الخلائق حتى يخيره في حور العين أيتهن شاء ومن ترك أن يلبس صالح الثياب وهو يقدر عليه تواضعا لله تبارك وتعالى دعاه الله تبارك على رءوس الخلائق حتى يخيره الله تعالى في حلل الإيمان ايتهن شاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান