মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ১৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৫. আবু যর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, (হে আবু যর।) তুমি যেখানেই থাক না কেন, আল্লাহকে ভয় করবে এবং অসৎ কাজ করলে তারপরই সৎ কাজ করবে, তাহলে ভাল কাজ মন্দ কাজকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে সদ্ব্যবহার করবে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له اتق الله (7) حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن