মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ১৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১৩. জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক মজলিসে বসা ছিলাম, তিনি বলেন, আবু সামুরা আমার সামনে বসা ছিল। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, ইসলামে অশ্লীলতা ও অশ্লীল কাজ করার কোন সুযোগ নেই। ইসলামের মধ্য উত্তম মানুষ হলো সে, যার চরিত্র সবচেয়ে ভাল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن جابر بن سمرة قال كنت في مجلس فيه النبي صلى الله عليه وسلم قال وأبي سمرة جالس أمامي فقال رسول الله صلى الله عليه وسلم ان الفحش (2) والتفحش ليسا من الاسلام وأن احسن الناس اسلاما احسنهم خلقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান