মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৩
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, কোন্ কাজটি সবচেয়ে বেশী সংখ্যক লোককে দোযখে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। তাঁকে পুনরায় জিজ্ঞেস করা হলো, কোন কাজটি সর্বাধিক সংখ্যক মানুষকে বেহেশতে প্রবেশ করাবে? তিনি বলেন, সদাচার ও উত্তম চরিত্র।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
وعنه ايضا قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يلج الناس به النار؟ فقال الأجوفان الفم والفرج وسئل عن أكثر ما يلج به الناس الجنة؟ فقال رسول الله صلى الله عليه وسلم حسن الخلق