মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে উৎকৃষ্ট লোকের খবর দেব না? তারা বললো, জি, হাঁ হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বললেন, তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো সে, যে দীর্ঘ জীবন পায় এবং ভাল কাজ করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله قال خياركم أطولكم اعمارا (9) واحسنكم اخلاقا